দিনাজপুরের খানসামায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্দ্যোগে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পাকেরহাটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ধীমান দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, সহ-সভাপতি শেখ রফিকুল ইসলাম, আইনুল হক শাহ, রতন বিএসসি, আমিনুল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, দপ্তর সম্পাদক প্রমথ রায়, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবি লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তাঁতী লীগ, মহিলা লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে স্বাধীন দেশে ৩ নভেম্বর জেলের মধ্যে হত্যাকান্ডের এমন ন্যাক্কারজনক ঘটনা বিশ্বে কোথাও ঘটেনি। জেলে বন্দীদের সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা থাকলেও ১৯৭৫ সালের এই দিনে জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে স্বাধীনতা বিরোধীরা কারাগারে নির্মমভাবে গুলি করে হত্যা করে।
পত্রিকা একাত্তর / আজিজার রহমান