patrika71
ঢাকামঙ্গলবার , ২৯ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: সুজন

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল
আগস্ট ২৯, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেছেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে। তিনি না থাকলে পদ্মা সেতু তৈরি হতো না।তার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।

মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের গান্দিগারী গ্রামে  সরকারের উন্নয়ন তুলে ধরে এক উঠান বৈঠকে পোধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল স্বপ্ন পূরণ করছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের উন্নয়নের একমাত্র ভরসাস্থল দেশরত্ন শেখ হাসিনা। তাই আগ্মী নির্বাচনে সকলকে নৌকার জন্য কাজ করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়েে আসতে হবে।

আলোচনা শেষে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপির বিশেষ বরাদ্দার থেকে গান্দীগাড়ি জামে মসজিদ উন্নয়নের জন্য নগদ ৫০,০০০ টাকা অনুদান প্রদান করা হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পত্রিকা একাত্তর /আনোয়ার হোসেন