patrika71
ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
আগস্ট ২৬, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের কালুরঘাট এলাকায় ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কালুরঘাট বালি ব্যবসায়ী কল্যাণ সমিতি।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট এলাকায় ২৫আগস্ট (শুক্রবার) আয়োজিত মানববন্ধনে সমিতির সভাপতি শামশুল আলমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল জব্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বাদশা কোম্পানি, নাজিম উদ্দিন নাজু, মোরশেদ করিম রুবেল, নুরুল গনি, মোঃ মিজান কোম্পানি, মোঃ ইউনুস কোম্পানি, মোঃ ইউসুফ টুনু, মোঃ রফিক কোম্পানি, মোহম্মদ আলমগীর কোম্পানি, মোঃ মনসুর, বাবু গণেশ চৌধুরী, মোঃ আলাউদ্দিন, মোহাম্মদ জুয়েলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় বক্তারা বলেন,বর্তমান সরকারের সময় যেখানে দেশের ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করে আসছেন সেখানে আমরা কালুরঘাট এলাকার ব্যবসায়ীরা সন্ত্রাসী ও চাঁদাবাজদের জন্য ব্যবসা করতে পারছিনা, তাই আমরা দ্রুত প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।

বক্তারা আরও বলেন বিগত ২০ বছর যাবত আমরা শান্তিপূর্ণভাবে বালি ব্যবসা করে আসতেছি গত ১০-১২ দিন ধরে সন্ত্রাসীদের গডফাদার আওয়ামী লীগ নামধারী জসিম উদ্দিনের ছত্রছায়ায় সন্ত্রাসী ইমরান। আরিফ, খালেক ও আরমানসহ আরও ৪০-৫০ জন সন্ত্রাসী নিয়ে আমাদের নিরীহ বালি ব্যবসায়ীদেরকে বালির সাইট দখল ও চাঁদা দাবি করতেছে।আমাদেরকে ভয় ভীতি প্রদর্শন করে আসতেছে।

আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বিদায় আমরা সকল ব্যবসায়ী ঐক্যভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন করে তাদের হতে বাঁচতে এসকল কর্মসূচি পালন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।অবিলম্বে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

পত্রিকা একাত্তর /ইসমাইল ইমন