patrika71
ঢাকাশুক্রবার , ২৫ আগস্ট ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

জনগণকে সেবা দিতে অপেক্ষায় থাকেন চেয়ারম্যান

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
আগস্ট ২৫, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

সেবা প্রত্যাশী জনগণ যেখানে ইউনিয়ন পরিষদে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতেন বা একটি স্বাক্ষরের জন্য দিনের পর দিন চেয়ারম্যানকে খুঁজে বেড়াতেন। কখনও কখনও বাড়িতে বা হাটে-বাজারে চেয়ারম্যানকে খুঁজতেন একটি স্বাক্ষরের জন্য।

যে কারণে চেয়ারম্যানদের প্রতি অতিষ্ট ছিলেন সাধারণ মানুষ। সেখানে এর উল্টো চিত্র দেখা গেছে দৌলতপুর ইউনিয়ন পরিষদে। যেখানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যানই অপেক্ষায় থাকেন জনগণের।

নিজ ইউনিয়ন পরিষদে সেবা প্রত্যাশী জনগণের হয়রানি রোধে বিরামহীন কাজ করে যাচ্ছেন তরুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ। নাগরিক সনদপত্র, প্রত্যায়নপত্র, জন্ম-মৃত্যুনিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট, ডিজিটাল সেন্টারের মাধ্যমে ই-সেবা প্রদান, ভাতা গ্রহিতাদের বিভিন্ন সমস্যা নিরসনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

এসব সেবা প্রদানে চেয়ারম্যান বা তার লোকজনকে কোনো টাকা দিতে হয়না। উল্টো যেই আসছেন, তাকেই নিজের টাকায় এককাপ চা খাইয়ে সন্তুষ্টি অর্জন করেছেন তিনি।

হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব নেয়ার পর থেকেই ইউনিয়নবাসী চেয়ারম্যান আবুল কালাম আজাদের প্রতি এমনই সন্তোষ্টি প্রকাশ করেছেন।

জনবান্ধব একজন চেয়ারম্যান আবুল কালাম আজাদ এমন মন্তব্য করে ইউনিয়নের বাসিন্দারা বলেন, প্রতিদিনই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে নিজ কার্যালয়ে বসে থাকেন। সারাদিন অন্ততপক্ষে তাকে ১শ’ থেকে ২শ’ স্বাক্ষর করতে হয়। কারো প্রতি বিরক্ত প্রকাশ করেন না। বরং সেবা গ্রহিতাদের চা আপ্যায়ন করে তারপর বিদায় দেন। কাজের সচ্ছতা ও ডিজিটাল সেবায় নাগরিক হয়রানি রোধে তিনি কার্যকর ব্যবস্থা নিয়েছেন। এতে তারা বর্তমান চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক স্বাক্ষাতকারে চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন,একটি ইউনিয়নে জনগণের নানাবিধ কাজে চেয়ারম্যানের স্বাক্ষরের খুব প্রয়োজন। সেখানে একটি স্বাক্ষরের জন্য কেন মানুষকে দিনেরপর দিন ঘুরতে হবে? আমি নির্বাচনের আগেই ওয়াদা করেছি, জনগণের হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো । নির্বাচনী সেই ওয়াদা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি।

পত্রিকা একাত্তর /মাহফুজুর রহমান