patrika71
ঢাকাশনিবার , ২৯ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
এপ্রিল ২৯, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ১২ জন দুস্থ ও অসহায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য ৫,৯০,০০০ টাকার আর্থিক সাহায্যের চেক বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা চৌধুরী রুমা এমপি।

শুক্রবার বিকেলে রাজবাড়ী শহরের ওয়াজেদ চৌধুরী প্লাজায় নিজ বাসভবনের অফিস কক্ষে অসহায় মানুষের হাতে আর্থিক সাহায্যের এ চেক তুলে দেন।

এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালমা চৌধুরী রুমা এমপি বলেন, “জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আছি রাজবাড়ীর অসহায় মানুষের পাশে। রাজবাড়ীর অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রায় এক কোটি টাকার বেশি আর্থিক সাহায্যের চেক বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে ১২ জন দুস্থ ও অসহায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য ৫,৯০,০০০ টাকার আর্থিক সাহায্যের চেক বিতরণ করা হয়েছে। দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিলাম আছি ও আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আপনারা সকলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। জয় বাংলা জয় বঙ্গবন্ধু”।

পত্রিকা একাত্তর/ শাকিল মোল্লা