ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্ম সূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
সূর্যদয়ের সাথে সাথে স্মৃতিসোধ চত্তরে ৩১বার তাপোধন্নির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করে স্মতিসৌধে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল সাড়ে আট টায় হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে পুলিশ, আনসার ভিডিপি, স্কাউট, গার্লসগাইড, বিএনসিসি ও ছাত্র-ছাত্রীদর সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে এবং ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এক এম শরীফুল হকের সভাপতিত্বে পরিষদের অডিটেরিয়ামে সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাে: দবিরুল ইসলাম এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ,লীগ সভাপতি জিয়াউল হাসান মুকুল, সম্পাদক এস এম আলমগীর, বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম প্রমুখ।
পত্রিকা একাত্তর/ সুজন আহম্মেদ