গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছে আরও ৫০০ পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তাদের এই ঘর দেয়া হয়েছে।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে ভূমিহীন- গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। চতুর্থ পর্যায়ে উপজেলায় ৫০০ টি পরিবারের মর্ধে ২৮৯ টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা সহকারি কমিশনার ভূমি মাসুদুর রহমান, উপজেলা প্রকৌসলী কর্মকর্তা শামসুল আরফিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, সুুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান সহ উপজেলার সকল কর্মকর্তাগণ ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল