আসন্ন পবিত্র মাস উপলক্ষে দরিদ্র মধ্যবিত্ত পরিবারের মাঝে আজ সোমবার থেকে দিনাজপুরে শুরু হয়েছে সস্তায় টিসিবির মাধ্যমে ৪ ধরনের পন্য বিক্রি।
টিসিবির কার্ডধারিদের কম দামে (ভুতর্কি মূল্যে) দুই লিটার করে সোয়াবিন তেল, ২ কেজি করে মসুর ডাল, ১ কেজি করে চিনি এবং ১ কেজি করে ছোলাবুট বিক্রি শুরু হয়েছে । চলবে চলতি মাসের ৩০ মার্চ পর্যন্ত। পন্য কিনতে ভীড় করছেন কার্ডধরারিা।
সকালে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকারসহ অন্যান্যরা। আজ দিচ্ছে পৌরসভার এক দুই তিন নং ওয়ার্ডের এক নং ওয়ার্ডের রামনগরে ২ নং ওয়ার্ডের চালিয়া পট্টি ও তিন নং ওয়ার্ডের বড় মাঠে। টিসিবির পণ্য সবার করা হচ্ছে।
পত্রিকা একাত্তর/ আরমান হোসেন
আপনার মতামত লিখুন :