নীলফামারী জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে মাহমুদ উন নবী নির্বাচিত


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৭/০৩/২০২৩, ৯:২৬ পূর্বাহ্ণ /
নীলফামারী জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে মাহমুদ উন নবী নির্বাচিত

চলতি বছরের ফেব্রুয়ারী মাসের কর্মপরিকল্পনা সহ বিভিন্ন দিক বিবেচনা করে নীলফামারী জেলার ৬টি থানার মধ্যে শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী ও শ্রেষ্ঠ থানা হিসেবে ডোমার থানা শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে।

সোমবার (৬ই মার্চ) নীলফামারী পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত মাসের কর্মপরিকল্পনা সহ বিভিন্ন দিক বিবেচনা করে শ্রেষ্ঠ কর্মকর্তাদের সন্মাননা স্বারক প্রদান করেন—নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

এসময় নীলফামারী জেলার অন্তর্ভুক্ত ৬টি থানার মাঝে শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ হিসেবে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবীকে নির্বাচিত করা হয়।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোয়ার আলম, নীলফামারী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিউর রহমান প্রমূখ সহ ৬টি থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

কর্মদক্ষতায় শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিতরা হলেন : জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে ডোমার এবং শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে ডোমার থানার মোঃ মমিনুল আজম (নিরস্ত্র), শ্রেষ্ঠ ট্রাফিক সার্জন হিসেবে নীলফামারী সদর ট্রাফিক সার্জেন্ট সাদ্দাম হোসেন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সদর থানার এএসআই (নিরস্ত্র) তপন কুমার রায়, শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র) হিসেবে ডোমার থানার মোঃ আখতারুজ্জামান মন্ডল পলাশ।

পত্রিকা একাত্তর/ রিশাদ