ঠাকুরগাঁও উপনির্বাচনে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন


স্ট্যাফ রিপোর্টার, ঠাকুরগাঁও প্রকাশের সময় : ৩১/০১/২০২৩, ৬:১৮ অপরাহ্ণ /
ঠাকুরগাঁও উপনির্বাচনে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন

বিএনপি প্রার্থীর পদত্যাগে শূন্য ঠাকুরগাঁও ৩ আসনে উপনির্বাচন পহেলা ফেব্রুয়ারি। ভোটের প্রস্তুতী হিসেবে মঙ্গলবার দুপুর থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন।

আগামীকাল ঠাকুরগাঁও-৩ আসনে সকাল ৮ টা থেকে শুরু করে বিকাল ৪ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন করা হবে। নির্বাচন কমিশনের আশ্বাস, ভোট সুষ্ঠু করতে কঠোর অবস্থানে রয়েছেন তারা। সংসদ সদস্য ৬ জন প্রার্থী করছে লড়াই।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার দুইটি পৌরসভা ও ১৬ টিইউনিয়ন নিয়ে ঠাকুরগাঁও ৩ আসন। দুই উপজেলা মিলে এই আসনটিতে ভোটার সংখ্যা তিন লাখ ২৪ হাজার ৭শ ৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ২শ ৩৫ জন ও নারী ভোটার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৫শ ৪জন। মোট ভোট কক্ষের সংখ্যা ৮০৮ টি। কেন্দ্রের সংখ্যা ১২৮টি।

এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছয়জন প্রার্থী। তারা হলেন, ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী (হাতুড়ি), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) সিরাজুল ইসলাম (টেলিভিশন), জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহমেদ (লাঙ্গল), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপফুল), ন্যাশনাল পিলপলস্ পার্টির (এনপিপি) শাফি আল আসাদ (আম) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা)।

পত্রিকা একাত্তর/ আব্দুল্লাহ আল সুমন