নোয়াখালী কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার দোকানের ট্রেড লাইসেন্স এডিট করে নকল ট্রেড লাইসেন্স বানিয়ে জালিয়াতি করার অপরাধে দোকানদার সহ চারজনকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।রবিবার দুপুর ২ঘটিকার সময় বসুরহাট পৌরসভার কার্যালয়ের সম্মুখে তাহমিনা কম্পিউটারের মালিক ও তিনদালাল সহ চারজনকে পুলিশের হাতে সোপর্দ করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
এই সময়, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, এরা জাল ট্রেড লাইসেন্স করে আমার পৌরসভাকে নিঃশেষ করে দিছে। এর আগে ও একটা ধরা খাইছে তার চাকরি চলে গেছে আমরা অন্য ব্যবস্থা কোনো ব্যাবস্থা নি নাই। এগুলা সব কম্পিউটার দোকান থেকে করা হয়। তাদের দোকানে পৌরসভাসহ সব ইউনিয়নের সিল আছে আপনি খবর নেন (পুলিশকে নির্দেশ) করে বলেন। তারা এইসব জাল ট্রেড লাইসেন্স করে বিভিন্ন জালিয়াতির কাজে ব্যাবহার করে।
পত্রিকা একাত্তর/ শাকিল