বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়ন কোরালিয়া গ্রামের মোঃ কাওছার নামে এক ব্যক্তি কে ছয়টি জলদস্যু সহ ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আটক। পাথরঘাটা থানায় যোগাযোগ করা হলে, ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ আবুল বাশার সত্যতা নিশ্চিত করেন।
পাথরঘাটা পৌরসভা ৯ নং ওয়ার্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে সঙ্গীয় ফোর্স সহ গ্রেপ্তার হয় রাত পৌনে বারটায় জলদস্যু কাউসার মিস্ত্রি ওরফে (দালাল) পিতা মৃত আব্দুস সালাম মিস্ত্রি কে গ্রেফতার নেতৃত্বে ছিলেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ আবুল বাশার সঙ্গে ছিলেন এ এস আই মোঃ তরিকুল ইসলাম।
তিনি বলেন আমরা সোর্স এর মাধ্যমে তাকে আটক করতে সক্ষম হই উল্লেখ উক্ত আসামির বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি এবং চুরি মামলার ছয়টি ওয়ারেন্টভুক্ত আসামি ৯ বছর যাবত পলাতক ছিল আরো উল্লেখ করা হয় উক্ত আসামী নিজের নাম ও বাবার নাম পরিবর্তন করিয়া বাসা ভাড়া নিয়া থাকত। গোপনে দীর্ঘদিন পর পর আসা-যাওয়া করিত বাসায়। পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে।
পত্রিকা একাত্তর/তাওহীদুল ইসলাম
আপনার মতামত লিখুন :