বন্দোবস্ত জমি শর্ত ভঙ্গ করে বিক্রয়ের অভিযোগ


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ০৭/১১/২০২২, ১০:২৫ অপরাহ্ণ / ৯২
বন্দোবস্ত জমি শর্ত ভঙ্গ করে বিক্রয়ের অভিযোগ

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী গ্রামে। সরকার কর্তৃক ২০ পরিবারের নামে ৯৯ বছরের মেয়াদী বন্দোবস্ত বনরুপা আদর্শ গ্রাম, (১৯৮৬ তে স্থাপিত হয়। লোহাবৈ মৌজার (৩৮,৮৫,৮৮ নং সাবেক দাগে মোট ১১ একর ৪৮ শতাংশ জমি বন্দোবস্ত দেওয়ার হয়।

প্রত্যাক পরিবারকে ৭২ শতাংশ করে জমি ও একটি করে ঘর। ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেন। উক্ত মেয়াদী বন্দোবস্তের জমি দখল মূলে বি. আর এস. রেকর্ড হয়। আবার কেউ কেউ অসাধু ভূমি কর্মকতারকে সালামিতে, ইউনিয়ন ভূমি অফিস থেকে খারিজ খতিয়ান করে। ওই সব বন্দোবস্তকৃত জমি অবাধে বিক্রয় হচ্ছে।

গত এক সপ্তাহ পূর্বে মৃত: আব্দুল রউফ খানের নামে বন্দোবস্তকৃত জমি তার ছেলে মোঃ আমির হোসেন ৭ শতাংশ জমি ৭ লক্ষ টাকায় একই গ্রামের মৃত: শুকুর আলী ছেলে মোঃ নজরুল ইসলাম এর কাছে বিক্রয় করে। এভাবে আদর্শ গ্রামের বন্দোবস্তকৃত পাওয়া জমির মালিকরা অবাধে বিক্রয় করে চলছে।

এভাবে বেচা কিনা চলতে থাকলে আদর্শ গ্রামের লোকজনের জমি শেষ হয়ে যাবে। এ বিষয়ে, ক্রয়কৃত ব্যক্তি স্বীকার করে বলে ৭ লক্ষ টাকা দিয়ে ৭ শতাংশ জমি কিনেছি। এছাড়াও আগে পরে অনেকেই কিনেছে। এদিকে ২০ পরিবারে সংগঠিত কমিটির সভাপতি আব্দুল মোতালেব জানান, আমাকে বিক্রয়কারী বা ক্রয়কৃত কারী জানাননি পরে শুনেছি।

পত্রিকা একাত্তর / নাজমুল