সুন্দরগঞ্জে অটো ছিনতাইকারি চক্রের এক নারী সদস্য গ্রেপ্তার


উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ প্রকাশের সময় : ০৪/১১/২০২২, ৭:২৯ অপরাহ্ণ / ২৪৩
সুন্দরগঞ্জে অটো ছিনতাইকারি চক্রের এক নারী সদস্য গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অটো ছিনতাইকারি চক্রের নারী সদস্য সাবানা বেগমকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটো উদ্ধার করেছে। অপর দুই সদস্য পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি। সাবানা উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের সোলেমান মিয়ার স্ত্রী।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের গাইবান্ধা- সুন্দরগঞ্জ সড়ক সংলগ্ন জনৈক ব্যক্তির দোকানের সামন হতে সাবানাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, উপজেলার বামজীবন ইউনিয়নের বালারছিড়া হতে বৃহস্পতিবার সন্ধ্যায় অটো ছিনতাইকারি চক্রের একজন নারীসহ তিন সদস্য গাইবান্ধা যাওয়ার কথা বলে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে আঙ্গুর মিয়ার অটো রির্জাভ ভাড়া নিয়ে রহনা দেয়।

এরই এক পর্যায় ছিনতাইকারি চক্রের এক সদস্য পূর্বে নেশা মেশানো জুসের বোতলের কিছুটা পান করার পর অটো চালক আঙ্গুর মিয়াকে খেতে বলে। আঙ্গুর বোতলের বাকি জুস টুকো খেয়ে ফেলে। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথে চালক টালমাটাল শুরু করে। চালককে রাস্তায় রেখে অটো নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের জনৈক দোকানদার বিষয়টি টের পেয়ে চালকের নিকট এসে ঘটনাটি জানার চেষ্টা করে।

চালকের ইশারায় দোকানদার স্থানীয়দের সহায়তায় অটোসহ নারী সদস্যকে আটক করে থানায় খবর দেয়। এরই ফাঁকে বাকী দুই সদস্য পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারি চক্রের নারী সদস্য সাবানাকে তাদের হেফাজতে নেয় এবং অটোটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অটো চালক আঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এনিয়ে গতকাল শুক্রবার অটো চালকের পিতা আব্দুল আজিজ বাদী হয়ে থানায় মামলা করে। পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক জানান, আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পত্রিকা একাত্তর / হযরত বেল্লাল