চিলাহাটিতে ট্রেনের ১৪ টিকিট সহ কালোবাজারি গ্রেপ্তার


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০৪/১১/২০২২, ১০:৫৭ পূর্বাহ্ণ / ১০৫
চিলাহাটিতে ট্রেনের ১৪ টিকিট সহ কালোবাজারি গ্রেপ্তার

নীলফামারীর ডোমার উপজেলার সীমান্তবর্তী চিলাহাটি রেলওয়ে স্টেশন এলাকার থেকে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ১৪ টিকিট সহ মজিবুল হক নামে একজনকে গ্রেপ্তার করেছে জিআরপি পুলিশ।

বুধবার (২রা নভেম্বর) রাতে উপজেলার চিলাহাটি রেলওয়ে স্টেশন এলাকায় সৈয়দপুর জিআরপি পুলিশের অভিযানে নগদ অর্থ এবং ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ১৪ টিকিট সহ গ্রেপ্তার হয় মজিবুল হক নামে এক কালোবাজারি।

গ্রেপ্তারকৃত মজিবুল হক ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি গ্রামের দিগন্তপাড়া এলাকার আবুল হোসেনের পুত্র।

এব্যাপারে সৈয়দপুর জিআরপি থানার পরিদর্শক সাকিউল আযম জানান, বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অনলাইনে ক্রয় করা ১৪ টিকিট উদ্ধার পূর্বক কালোবাজারি মজিবুল হককে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত মজিবুল টিকেট কালোবাজারির মূলহোতা। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরপর ডোমার, নীলফামারী ও সৈয়দপুর স্টেশনে টিকিট কালোবাজারি রুখতে অভিযান পরিচালিত হবে।

উল্লেখ্য, উদ্ধারকৃত ১৪ টিকিটে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বুধবারের ভ্রমণ যাত্রার ৩২টি আসন ছিল। যা অনলাইনের মাধ্যমে ক্রয় করে সাধারণ যাত্রীদের কাছে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের চেষ্টা চালিয়েছিল আটককৃত মজিবুল।

পত্রিকা একাত্তর / রিশাদ