দিনাজপুর জেলার হিলি সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল ও পালসার মোটরসাইকেল সহ এক দম্পতিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত স্বামী-স্ত্রী হিলি উপজেলার দেবখন্ডা গ্রামের মৃত কোবাদ হোসেনের ছেলে আসাদুজ্জামান আসাদ (৪৮) ও তার স্ত্রী লতিফা বেগম (৩৫)।
বুধবার (২ নভেম্বর) দুপুরে হিলি বাজার রোডে মোটরসাইকেলে ২৫ বোতল ফেন্সিডিল সহ পুলিশ তাদের আটক করে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি পালসার মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী ফেন্সিডিল নিয়ে বাজারে প্রবেশ করছে।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ফোর্স নিয়ে বাজারস্থ রোডে অবস্থান করি। পরে মোটরসাইকেল আটক করি এবং তাদের নিকট থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করি। এঘটনা আটককৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামল দায়ের করে দিনাজপুর জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
পত্রিকা একাত্তর / এবিএম মুছা