অদ্য ৩১ অক্টোবর ২০২২ তারিখ কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন এবং কুষ্টিয়া সদর উপজেলার ০২টি (কাঞ্চনপুর ও জিয়ারোখী), মিরপুর উপজেলার ০২টি (চিথলিয়া ও ধুবইল) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে সাধারণ নির্বাচন এবং কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদে উপ নির্বাচন-২০২২ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার নির্বাচন উপলক্ষে ডিউটিতে মোতায়েন করা পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, অফিসার ইনচার্জ, খোসকা থানা, অফিসার ইনচার্জ, মিরপুর থানা, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, আরওআই, রিজার্ভ অফিস, কুষ্টিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পত্রিকা একাত্তর / আনোয়ার হোসেন
আপনার মতামত লিখুন :