patrika71
ঢাকাবুধবার , ১৪ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া পর্চা তৈরীর অপরাধে মাহাবুল্লাহ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

জেলা প্রতিনিধি, শেরপুর
জুন ১৪, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের ঝিনাইগাতীতে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া পর্চা তৈরীর অপরাধে মাহাবুল্লাহ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ জুন মঙ্গলবার দিবাগত রাত ৯ ঘটিকার দিকে এ দন্ডাদেশ প্রদান করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।

দণ্ডপ্রাপ্ত মাহাবুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের কালিনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৯ ঘটিকার দিকে ঝিনাইগাতী বাজার এলাকায় অভিযানকালে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া পর্চা তৈরী করে সরকারি নির্দেশ অমান্য করে। এ অপরাধের প্রেক্ষিতে মাহাবুল্লাহকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ, থানা পুলিশ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মনিরুল আলম ভুইয়া জানান, দণ্ডপ্রাপ্ত আসামী মাহাবুল্লাহকে মঙ্গলবার রাতেই পুলিশ হেফাজতে সরাসরি শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পত্রিকা একাত্তর/ আবু হেলাল