ডোমারে জাতীয় ভোক্তা অধিকার অভিযানে জরিমানা


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ০২/০৫/২০২৩, ৬:৪০ অপরাহ্ণ /
ডোমারে জাতীয় ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নীলফামারীর ডোমারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২রা মে) বেলা ১২টায় উপজেলার বোড়াগাড়ী হাট ও বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মোঃ সামছুল আলমের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার অভিযান পরিচালিত হয়।

এতে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ শাল্টু ও খোলা লবণ ব্যবহার করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। এসময় ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

পত্রিকা একাত্তর/ রিশাদ