ময়মনসিংহের গৌরীপুরে ২ মাদকসেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট ফৌজিয়া নাজনিন।ভ্রাম্যমান আদালতকে সহায়তা গৌরীপুর থানার এসআই নাজমুল হাসানসহ পুলিশ বাহিনী।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে ০৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাতকুড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মো.জুয়েল মিয়াকে ৪ পুরিয়া হেরোইন ও হেরোইন সেবনের সরামাঞ্জিতসহ আটক করে। অপরদিকে কাটাশিয়া গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আব্দুল গনি (৫২) কে হেরোইন সেবনের দায়ে আটক করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৬ ধারা আইনে ১ জন অপরাধীকে ৫০০ টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপরজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৫০০ টাকা জরিমানা এবং ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পত্রিকা একাত্তর/ হুমায়ুন কবির
আপনার মতামত লিখুন :