প্রকৃত ওজনের চেয়ে প্যাকেটে বর্ণিত নীট ওজনে কম, স্বাস্থ্য সম্মত পরিবেশ না রাখা ও জিলাপিতে কাপড়ের রঙ ব্যবহার করার অপরাধে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৪ঠা এপ্রিল) দুপুরে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ ও চিলাহাটি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মোঃ শামসুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এতে গোসাইগঞ্জ বাজারে ভাই ভাই ফুড প্রোডাক্ট মালিককে ওজনের চেয়ে কম লাচ্ছা সেমাইয়ের প্যাকেট মজুতকরণ ও স্বাস্থ্য সম্মত পরিবেশ বজায় না রাখার অপরাধে ১৩ হাজার টাকা ও চিলাহাটি বাজারের নিউ সোনার মদিনা হোটেল মালিককে জিলাপিতে কাপড়ের রঙ ব্যবহার করার অপরাধে ৫ হাজার টাকা সহ মোট ২ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসাবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। অভিযান পরিচালনায় চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা প্রদান করেন।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :