বগুড়ার শেরপুরে অবৈধভাবে জমির মাটি কেঁটে পুকুর খনন করার অপরাধে রোববার সকাল থেকে সন্ধা পর্যন্ত অভিযান চালিয়ে বিভন্ন পয়েন্টের ৩টি বেকুই জব্দ করেছে উপজেলা নির্বাহি অফিসার সানজিদা সুলতানা।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে বিয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহি অফিসার সানজিদা সুলতানা।
জানা যায়, উপজেলা মির্জাপুর, শাহবন্দেগী, কুসুম্বি, বিশালপুরসহ বেশ কয়েকটি ইউনিয়নে অবৈধভাবে মাটি কেঁটে পুকুর খনন করছে।
এমন সংবাদের ভিত্তিতে রোববার সকাল থেকে সন্ধা পর্যন্ত শাহবন্দেগী ও মির্জাপুর ইউনিয়নে বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালান করেন।
এ সময় শাহবন্দেগী ইউনিয়নের চন্ডিপুকুর ও জোরপুকুর এবং মির্জাপুর ইউনিয়নের মাকড়খোলা নামক স্থানে অভিযান পরিচালনা করে। প্রশাসনের অভিযানের সংবাদ পেয়ে পুকুর খননের যন্ত্র বেকুই রেখে তারা পালিয়ে যায়।
এতে পরিত্যক্ত অবস্থা পুকুর খনের যন্ত্র ৩টি বেকুই জব্দ করে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে রেখে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার সানজিদা সুলতানা জানান, মালিক পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ