০৮ ডিসেম্বর ২০২২ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক চুয়াডাঙ্গা নিউমার্কেট অভিযান চালানো হয়।
০১. মেসার্স সৌখিন স্টোরকে অধিক মুনাফার আশায় আমদানিকারকের ট্যাগ ও মুল্য বিহীন প্রচুর অবৈধ বিদেশি কসমেটিকস বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ২০,০০০/- টাকা জরিমানা।
০২. মেসার্স খাতুন স্টোরকে একই অপরাধ ও ধারায় ৩,০০০/- টাকা।
০৩. মেসার্স পায়েল কালেকশনকে জামা কাপড় বিক্রয়ে অতিরিক্ত মুনাফা করায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ০৫ দিনের জন্য বন্ধ ঘোষণা।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় নিউ মার্কেটের সম্মানিত সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখিত ব্যবস্থার পাশাপাশি বাকিদের সতর্ক করা হয় এবং বৈধ পণ্য বিক্রয়ের পাশাপাশি ন্যায্য লাভে পণ্য বিক্রয় করার বিষয়ে সতর্ক করা হয়। অধিক মুনাফা ও ক্রেতা ঠকানোর ব্যবসা বন্ধের নির্দেশনা দেয়া হয়।
সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম।
পত্রিকা একাত্তর/ তারিকুর রহমান