বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমারে ‘নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি–২০২২’ অনুষ্ঠিত হয়েছে আজ।
সোমবার (১৪ই নভেম্বর) সকালে উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম। এতে সভাপতিত্ব করেন—বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিরাপদ খাদ্য বিষয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ প্রেসক্লাবের ডোমার উপজেলা শাখার সভাপতি ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম, মেহের-উল-হোসেন, সহকারী শিক্ষিকা মোছা. ফাতেমা মনছুরা, মোছা. মাসুমা আক্তার প্রমুখ।
পত্রিকা একাত্তর/রিশাদ