গত কয়েকদিন থেকে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা।এর মধ্যে ৪ ভাগের তিনভাগ রোগীই হচ্ছে নবজাতক সহ বাচ্চা শিশু। প্রতিনিয়তই ভর্তি ছাড়াচ্ছে হাসপাতাল বেডের সংখ্যা। তাইতো সিটে জায়গা সংকুলান না হয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে রুগীগণ।
রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, কেউ কেউ ৪-৬ দিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আবার কেউবা ৫-৬ দিন চিকিৎসাধীন অবস্থায় আছেন। তারা জানান, ডাক্তারগণ নিয়মিত রোগী দেখেন এবং চিকিৎসা করছেন। রামগতি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশিস মজুমদার বলেন, রামগতি উপজেলা নদী সংলগ্ন হওয়ায় এবং নোনা পানির সংস্পর্শে থাকার কারনে এখানে ডায়রিয়া রোগীর সংখ্যা আগে থেকেই বেশী৷
হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ৫৭ জন, গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৩৩ জন, এর মধ্যে অধিকাংশই ডায়রিয়া রোগী।তিনি আরো বলেন, ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিনিয়ত ৫০-৬০ জন রোগী ভর্তি হওয়ায় এবং জনবল সংকটের কারনে আমরা হিমশিম খাচ্ছি।
যদি এটিকে ৫০ শয্যায় রুপান্তর করা যেতো, তাহলে এই প্রান্তিক স্বাস্থ্য ব্যাবস্থার আরো উন্নতি হতো। তিনি হাসপাতালটিকে ৫০ শয্যা বিশিষ্ট করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আবেদন করেছেন।
পত্রিকা একাত্তর / তারেক মাহমুদ
আপনার মতামত লিখুন :