আজ ঢাকায় আসছেন নোরা ফাতেহি


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১৮/১১/২০২২, ৭:১৬ অপরাহ্ণ / ৪৩
আজ ঢাকায় আসছেন নোরা ফাতেহি

অবশেষে বলিউডের অন্যতম শীর্ষ নৃত্য তারকা ও তুমুল জনপ্রিয় আইটেম গানের নৃত্যশিল্পী নোরা ফাতেহি আজ (১৮ নভেম্বর) ঢাকায় আসছেন। তার ঢাকার আগমণ নিয়ে কয়েক মাস ধরে বিভিন্ন আলোচনা চলছে।

জানা গেছে, উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক তথ্যচিত্রের দৃশ্যধারণে অংশ নেবেন নোরা। শুটিংয়ের অংশ হিসেবে সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিনি মঞ্চে উঠবেন। পাশাপাশি একটি অনুষ্ঠানে নোরা ঢাকার ভক্তদের নাচে-গানে মুগ্ধ করবেন।

নোরা ফাতেহি ৪০ মিনিটের ওই অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১৫ লাখ টাকা। এর বাইরেও তার ঢাকায় আসা-যাওয়া এবং থাকা বাবদ কিছু খরচ রয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, আইটেম গান ছাড়াও বলিউডের বেশ কয়েকটি সিনেমায় নজর কেড়েছেন নোরা। এর মধ্যে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘শের’, ‘ভারত’, ‘লোফার’, ‘বাটলা হাউস’ ‘সত্যমেব জয়তে’, ‘কিক টু’, ‘স্ত্রী’, । এ ছাড়া দক্ষিণী চলচ্চিত্রেও রয়েছেন তিনি।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ