দালজিত কৌর হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি মূলত কুলবধুতে নিয়তি চরিত্রে, ইস পেয়ার কো কেয়া নাম দু-এ অঞ্জলির চরিত্রে এবং কালা টিকা-এ মঞ্জরি চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন।
আজ এই অভিনেত্রী ৪০তম জন্মদিন। দালজিত কৌর ১৯৮৮ সালের ১৫ই নভেম্বর তারিখে ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেছেন।তিনি সেনাবাহিনীর সাথে সংযুক্ত একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাঁর বাবা একজন অবসরপ্রাপ্ত কর্নেল এবং তাঁর বড় দুই বোন ভারতীয় সেনা আধিকারিক হিসাবে প্রতিরক্ষা পরিষেবায় কাজ করছেন।
২০০৪ সালে, তিনি মিস পুনে-এর খেতাব অর্জন করার পাশাপাশি “মিস নেভি”, “মিস মুম্বই” এবং “মিস মহারাষ্ট্র কুইন” সহ আরও অনেক প্রতিযোগিতার জয়লাভ করেছিলেন।তিনি জি টিভিতে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক মানশা-এ অভিনয় করার মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক করেন। এরপরে তিনি সিআইডি, আহট ও রাত হোনে কো হ্যায়-এ অভিনয় করেছেন। ২০০৫ সালে, তিনি ক্যায়সা ইয়ে পেয়ার হ্যায় নামক টেলিভিশন ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। কুলবধু নামক ধারাবাহিকে তিনি নিয়তি নামক কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, যে যোধপুর পরিবারের রাজকন্যা ছিল।
কুলবধু-র হঠাৎ সমাপ্তির পরে,দালজিত ছুনা হ্যায় আসমান নামক ধারাবাহিকে শিখা নামক চরিত্রে অভিনয় করেছেন। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত স্টার প্লাসে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক সন্তান-এ তিনি অভিনয় করেছেন। অতঃপর ২০০৮ সালে, তিনি নৃত্য বিষয়ক জনপ্রিয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান নাচ বলিয়ে-এর চতুর্থ আসরে অংশগ্রহণ করেছেন, তিনি এই অনুষ্ঠানে তাঁর স্বামী শালীন ভানোটের সাথে অংশ নিয়েছিলেন। ২০০৯ সালের ১লা ফেব্রুয়ারি তারিখে, তাঁরা এই অনুষ্ঠানের শিরোপা জয় করেন। অতঃপর ২০১১ সালে, তিনি স্টার প্লাসে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ইস পেয়ার কো কেয়া নাম দু?-এ অভিনয় করেছেন; যেখানে তিনি কেন্দ্রীয় চরিত্র অর্ণবের বোন অঞ্জলির চরিত্রে অভিনয় করেছেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ