বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম খল অভিনেতাদের মধ্যে যারা অনন্য, রাজীব তাদের মধ্যে একজন। কখনো অত্যাচারী জমিদার, কখনো এলাকার মাস্তান, কখনো আবার চোরাকারবারি- এই সব চরিত্র যিনি নিমেষেই ফুটিয়ে তুলতে পারতেন তিনিই হচ্ছেন রাজীব। তার পুরো নাম ওয়াসীমুল বারী রাজীব।
১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন ওয়াসিমুল বারী রাজিব। চিত্রপরিচালক কাজী হায়াতের খোকন সোনা নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন রাজীব।
তিনি প্রায় চার শতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও অনেক চলচ্চিত্রে ভিন্ন চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
রাজিব অভিনীত অন্যতম আলোচিত চলচ্চিত্র হচ্ছে, হাঙর নদী গ্রেনেড, ভাত দে, ভণ্ড, দাঙ্গা, বিক্ষোভ, মীরজাফর, দেশদ্রোহী, ক্ষমা, জবরদখল, লুটতরাজ, মৃত্যুদণ্ড, মগের মুল্লুক, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, ত্রাস, উছিলা, মিয়া ভাই। বাংলাদেশের চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য তিনি চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পেয়েছেন।
রাজীব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংসদের (জাসাস) প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে সাধারণ সম্পাদক ও মৃত্যুর আগ পর্যন্ত এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে গেছেন।
আজ এই অভিনেতার ১৮তম মৃত্যুবার্ষিকী। রাজিব ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঢাকায় উত্তরার ৪ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
আজ তাঁর মৃত্যু বার্ষিকীতে পত্রিকা একাত্তর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলী।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ