ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ। অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের অভিনেতা কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন ইতিহাস ছবির মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় ২০০২ সালে। প্রথম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন কাজী মারুফ। ২০১৭ সালে ‘মাস্তান পুলিশ’ সিনেমায় সর্বশেষ দেখা যায় তাকে।বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।২০১৯ সালে দেশটির গ্রিন কার্ড পান তিনি।
জানাগেছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে চারটি বাড়ির মালিকানাও নিয়েছেন তিনি। বুধবার (৯ অক্টোবর) রাতে ফেসবুকে চারটি বাড়ির ছবি পোস্ট করেন মারুফ। সঙ্গে জুড়ে দেন কয়েক লাইনের ক্যাপশন। সেখানে লিখেছেন,আলহামদুলিল্লাহ ৪ টা বাড়ি নিউ ইয়র্কে
বিশেষ দ্রষ্টব্যঃ দেশের টাকায় বাড়ি কিনিনি , এখানে কষ্ট করে বাড়ি কিনেছি / উল্টো দেশে রেমিট্যান্স পাঠাই / দেশে কিচুই নেই আমার যে দেশ থেকে টাকা নিয়ে আসবো /
দোয়া করবেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ