আলেকজান্ডার বো হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। আজ ১২ নভেম্বর তার জন্মদিন। চিত্রনায়ক আলেকজান্ডার বো একজন সফল মার্শাল আর্ট শিল্পী। দেশে মার্শাল আর্ট এর মাধ্যমে সুনাম অর্জনের পাশাপাশি, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে মার্শাল আর্ট এর মাধ্যমে তুলে ধরেছেন একাধিকবার।
তিনি ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ছয়বার জাতীয় কারাতে চ্যাম্পিয়ন হয়েছেন, প্রতিবারই গোল্ড মেডেল পেয়েছেন। দিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন ১৯৯৭ নির্বাচিত হয়েছিল। এছাড়া ১৯৯৮ সালে রাশিয়াতে ইউরোপিয়ান কারাতে প্রযোগিতায় অংশ নিয়ে রানারআপ হয়েছিল।
১৯৯৬ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত লম্পট সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশী চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। মার্শাল আর্ট ভিত্তিক চলচ্চিত্রের অন্যতম অভিনেতা রুবেল এর সহযোগি হিসেবে চলচ্চিত্রে বো’র আগমন। তৎকালীন সময়ে রুবেল-শহীদুল ইসলাম খোকনের জুটি অত্যন্ত সফল ছিল।
এই জুটি ভেঙ্গে যাওয়ার পর খোকন আলেকজান্ডার বো-কে নিয়ে ম্যাডাম ফুলি নির্মান করেন। বো অভিনীত ম্যাডাম ফুলি চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলে তিনি অভিনেতা হিসেবে সকলের দৃষ্টি কাড়েন। মার্শাল আর্টে চারবার ব্ল্যাকবেল্ট জয়ী এই অভিনেতা বাংলাদেশী চলচ্চিত্রে ফুটবল কারাতে উপস্থাপন করে বেশ আলোচিত হয়েছিলেন।
তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল ম্যাডাম ফুলি, গণ ধোলাই, আজকের দাপট, হিংস্র থাবা, জুম্মন কসাই, গিরিঙ্গীবাজ, ভন্ড ওঝা, আজকের দাপট, ওরা দালাল, বাঘে বাঘে লড়াই, টর্নেডো কামাল, একশো কোটি টাকা, ৭১-এর গেরিলা।
আজ এই অভিনেতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ