দেবিনা দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে নির্ধারিত সময়ের আগেই। কিছুদিন আগেই প্রেগনেন্সি ফটোশুট করছিলেন তিনি। এবার দ্বিতীয় সন্তান জন্মের সুখবরটাও দিয়ে দিলেন।অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বার মা হলেন আবারো কন্যা সন্তানের মা হয়েছেন দেবিনা। ১১ নভেম্বর, শুক্রবার ভূমিষ্ঠ হয়েছে তাঁর দ্বিতীয় সন্তান। সুখবরটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার স্বামী গুরমীত চৌধুরী।
ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রী দেবিনার কপালে চুম্বন করছেন তিনি। কয়েকটি গোলাপি বেলুন হাতে ধরে রেখেছেন দেবিনা। সঙ্গে লেখা, ইটস আ গার্ল’।
গুরমীত লিখেছেন, আমাদের ছোট্ট মেয়েকে এই জগতে স্বাগত জানাই। আবারো বাবা মা হয়ে আমরা যতটা উত্তেজিত, ততটা গোপনীয়তাও আশা করছি যেহেতু সময়ের আগেই আমাদের সন্তান পৃথিবীর আলো দেখেছে। আমাদের আশীর্বাদ করবেন আর ভালবাসা দিতে থাকবেন।
তারকা দম্পতির জীবনের নতুন সদস্যের খবর সোশাল মিডিয়ায় শেয়ার করতেই শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন প্রিয়জন থেকে অনুরাগীরা সকলেই।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ