লাইফ সাপোর্টে গায়ক আকবর


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ১০/১১/২০২২, ৬:২৮ অপরাহ্ণ / ৩৪
লাইফ সাপোর্টে গায়ক আকবর

গায়ক হিসেবে আকবরের পরিচিতি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে। বর্তমানে আকবরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে লাইফসাপোর্টে রয়েছেন।

গায়ক আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বুধবার (৯ নভেম্বর) সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকালে অবস্থার অবনতি হলে তাকে লাইফসাপোর্টে নেয়া হয়। ডাক্তারা বলেছেন, এখন ক্রিটিক্যাল অবস্থায় আছেন রোগী।

আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে আকবরের ডান পা নষ্ট হয়ে গিয়েছিল।সপ্তাহ দুই আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়।পা কাটার পর থেকে আকবরের কিডনি ও লিভারের সমস্যা বেড়ে যায়।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ