চিত্রনায়ক জিয়াউল হক রোশান। সবে তিনটি ছবি মুক্তি পেয়েছে তার। একটি ভারতে ও অন্য দুইটি বাংলাদেশে। তিনটি সিনেমা দিয়েই বাজিমাত করেছেন বড় পর্দার নতুন এই সদস্য। জানান দিয়েছেন নতুন সম্ভাবনার। বর্তমানে একাধিক ছবি নিয়ে ব্যস্ত তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার হাফডজনের বেশি সিনেমা। আজ এই অভিনেতা ৩৩তম জন্মদিন ৮ নভেম্বর ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন।
রোশান মডেলিং এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে রক্ত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজীবন শুরু করেন। রক্তে তার বিপরীতে অভিনয় করেন পরীমনি। চলচ্চিত্রটি ২০১৬ সালের ঈদুল আযহায় বাংলাদেশ এবং ভারতে মুক্তি পায়। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ধ্যাততেরিকি তার দ্বিতীয় চলচ্চিত্র। শামিম আহমেদ রনি পরিচালিত ছবিটিতে আরো আছেন ফারিন খান, আরিফিন শুভ এবং নুসরাত ফারিয়া মাজহার। ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত ভারতীয় বাংলা চলচ্চিত্র ককপিট। অভিনেতা দেব প্রযোজিত এই ছবিতে তিনি দেবের সাথে পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ
আপনার মতামত লিখুন :