“ভালোবাসি তোমায়” চলচ্চিত্রে কায়েস আরজু


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৮/১১/২০২২, ৬:০৮ অপরাহ্ণ / ৮৩
“ভালোবাসি তোমায়” চলচ্চিত্রে কায়েস আরজু

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা শিরিন শিলা ও চিত্রনায়ক কায়েস আরজু প্রথমবারের মতো ” ভালোবাসি তোমায়” সিনেমায় জুটি বাঁধলেন। আবুল হোসেন মজুমদারের কাহিনীতে ছবিটির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন আনোয়ার শিকদার । ছবিটি প্রযোজনা করেছেন ফারুক হোসেন মজুমদার। সিনেমাটির মূল পরিকল্পনায় রয়েছেন ড. মাহফুজুর রহমান।

কায়েস আরজু বলেন, ছবিটির গল্প অসাধারণ। এক কথায় এটি একটি নিটোল প্রেমের গল্পের ছবি। আমার বিপরীতে প্রথমবার শিরিন শিলা অভিনয় করবেন। আশা করছি, ভালো কিছু হবে।

আরজু-শিলা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করবেন শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীরসহ অনেকে।

জানাগেছে,এই মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে।গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারের মনোরম এবং নয়নাভিরাম সব লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যায়ন হবে।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ