রাজধানীর শ্যামলীতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ফারিন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৬/১১/২০২২, ৮:০৫ অপরাহ্ণ / ৭৭
রাজধানীর শ্যামলীতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ফারিন

২০১৭ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন ফারিন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই অভিনেত্রী বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় রাজধানীর শ্যামলীতে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি।

গণমার্ধ্যমকে সেই ঘটনার বর্ণনা দিয়ে ফারিন খান বলেন, আমরা শ্যামলী অতিক্রম করার সময় মনে হলো গাড়িকে কিছু একটা ধাক্কা মেরেছে। এরপর আমরা ছিটকে একদিকে পড়ে যাই। খেয়াল করলাম ট্রাকটি আমাদের গাড়িকে টেনে নিয়ে যাচ্ছ। মনে হচ্ছিল আমরা এক্ষুনি শেষ হয়ে যাব।

জাস্ট আমরা ভাগ্যের জোরে বেঁচে গিয়ে’ছি। প্রায় পাঁচ মিনিট ধরে গাড়িকে টেনে নিয়ে গেছে। আমাদের চালক সাহস করে ব্যাক গিয়ার করে গাড়িটিকে পেছনের দিকে নিতে গিয়ে পাং’চার বিকট শব্দে চাকা পাংচার হয়ে গাড়িটি থেমে যায়। অনেকেই দৌঁড়ে এসে আমাদের গাড়ি থেকে বের করে।

অভিনেত্রীর পাঠানো ছবিতে দেখা যায় তাঁদের বহন করা গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে।

জানাগেছে ,নিকেতনে শুটিং শেষ করে সাভারের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। তাঁর সঙ্গে চালক ছাড়াও এক ছোটবোন ছিলেন। দুজনই সামান্য আঘাত পেয়েছেন তবে এখন শঙ্কামুক্ত।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ