আজ অভিনেত্রী স্যালি ফিল্ডের বিশেষ দিন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৬/১১/২০২২, ৮:০৯ অপরাহ্ণ / ৯৪
আজ অভিনেত্রী স্যালি ফিল্ডের বিশেষ দিন

অভিনেত্রী স্যালি ফিল্ড হলেন একজন মার্কিন অভিনেত্রী ও পরিচালক। তিনি দুটি একাডেমি পুরস্কার, তিনটি প্রাইমটাইম এমি পুরস্কার, দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারসহ একাধিক পুরস্কার অর্জন করেছেন এবং একটি টনি পুরস্কার ও দুটি বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন।

আজ এই অভিনেত্রী ৭৬তম জন্মদিন ৬ নভেম্বর ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। ফিল্ড টেলিভিশনের পর্দায় অভিনয় দিয়ে তার পেশাদার কর্মজীবন শুরু করেন। তিনি স্বল্পদৈর্ঘ্য সিটকম গিজেট (১৯৬৫-১৯৬৬), দ্য ফ্লাইং নান (১৯৬৭-১৯৭০) ও দ্য গার্ল উইথ সামথিং এক্সট্রা (১৯৭৩-১৯৭৪) দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু করেন।

১৯৭৬ সালে টেলিভিশন মিনি ধারাবাহিক সাইবিল-এ মাল্টিপল পার্সোনালিটি ডিজঅর্ডারে ভোগা এক নারী চরিত্রে অভিনয় দিয়ে তিনি প্রসংসিত হন এবং এই কাজের জন্য তিনি সীমিত ধারাবাহিক বা টিভি চলচ্চিত্রে শ্রেষ্ঠ মুখ্য অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার লাভ করেন।

তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মুন পাইলট (১৯৬২) চলচ্চিত্রে অতিরিক্ত শিল্পী হিসেবে, তবে ১৯৭০-এর দশকে স্টে হাংরি (১৯৭৬), স্মোকি অ্যান্ড দ্য ব্যান্ডিট (১৯৭৭), হিরোজ (১৯৭৭), দ্য এন্ড (১৯৭৮) ও হুপার (১৯৭৮) চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে তিনি সফলতা অর্জন করেন। ১৯৭৯ সালে নর্মা রাই ও ১৯৮৪ সালে প্লেসেস ইন দ্য হার্ট চলচ্চিত্রে অভিনয় করে দুবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার অর্জনের পর ১৯৮০-এর দশকে তার কর্মজীবন আরও ব্যপ্তি লাভ করে।

তিনি ১৯৮০-এর দশকে স্মোকি অ্যান্ড দ্য ব্যান্ডিট টু (১৯৮০), অ্যাবসেন্স অব ম্যালিস (১৯৮১), কিস মি গুডবাই (১৯৮২), মার্ফিস রোম্যান্স (১৯৮৫), স্টিল ম্যাগনোলিয়াস (১৯৮৯) এবং ১৯৯০-এর দশকে মিসেস ডাউটফায়ার (১৯৯৩) ও ফরেস্ট গাম্প (১৯৯৪)-এর মত ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেন।

পত্রিকা একাত্তর /মাসুদ পারভেজ