patrika71
ঢাকাশনিবার - ৫ নভেম্বর ২০২২
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

অভিনেত্রীর গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি

বিনোদন ডেস্ক
নভেম্বর ৫, ২০২২ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ‍্য ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলেন। বৃহস্পতিবার মধ‍্যরাতে এলোপাথাড়ি ইঁট ছোঁড়া হয় তাঁর সিরিয়ালের স্টুডিও লক্ষ‍্য করে। ক্ষতিগ্রস্ত হয়েছে অপরাজিতার গাড়ি। অল্পের জন্য রক্ষা পেয়ে গিয়েছেন অভিনেত্রী। কিন্তু ঘটনার ক্ষত এখনো টাটকা তাঁর মনে।

সংবাদ মাধ‍্যমকে অপরাজিতা জনান, বৃহস্পতিবার মাঝরাতে ঘটেছে ঘটনাটা। সেদিন নিজের নতুন ছবির প্রচার করতে গিয়েছিলেন তিনি। তারপর আসেন স্টুডিওতে। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ সিরিয়ালের শুটিং করেন তিনি। সেই শুট হতে হতে রাত ১২ টা বেজে গিয়েছিল। মধ্যরাতে অনভিপ্রেত ঘটনার শিকার অপরাজিতা আঢ্য।

আচমকাই অভিনেত্রীর গাড়ি লক্ষ্য কররে অনবরত ইঁট ছোড়া হয়। পরিস্থিতি এতটাই দুর্বিষহ হয় যে, এলোপাথারি ইঁটের আঘাতে দুমড়ে মুচড়ে গিয়েছে অভিনেত্রীর গাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন অপরাজিতা আঢ্য। ঠিক সেইসময়েই অভিনেত্রীর গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। অপরাজিতার কথায়, গাড়িতে থাকলে ইটটা তাঁর মুখে লাগত।

ঘটনায় রীতিমতো হতভম্ব অভিনেত্রী। প্রিয় গাড়ির এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েছেন অপরাজিতা।

খোঁজ নিতে শনিবার সকালে ফোন করেছিলেন অপরাজিতা। তাঁকে জানানো হয়, কোনও মানসিক বিকারগ্রস্থ মানুষের কাজ এটা। ৩০০ থেকে ৪০০টা ইঁট ছোড়া হয়েছে রাতে। ২৫-৩০টা ইঁট স্টুডিওর ভিতরেও পড়েছে।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ