জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে গান গেয়ে রিকশাচালক থেকে গায়ক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন আকবর। ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামের গানটি গেয়ে দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন এ গায়ক।
বর্তমানে আকবরের শারীরিক অবস্থা ভালো না তাকে বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আজ শবিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন আকবরের মেয়ে অথৈ। তিনি লেখেন, আব্বুর অবস্থা আবার খুবই খারাপ। আব্বু বর্তমানে বারডেম হসপিটালের আইসিইউতে আছে। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আকবরের মেয়ে অথৈ। সম্প্রতি এক অস্ত্রোপচারে তার একটি পা কেটে ফেলা হয়েছে।
পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ