আজ তাবাসসুম তাবুর বিশেষ দিন


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৪/১১/২০২২, ১০:০৭ অপরাহ্ণ / ৯৩
আজ তাবাসসুম তাবুর বিশেষ দিন

তাবাসসুম ফাতিমা হাশমী যিনি তাবু নামে অধিক পরিচিত, হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তেলুগু ও তামিল চলচ্চিত্রে কাজ করেন। আজ এই অভিনেত্রী ৪১ তম জন্মদিন ৪ নভেম্বর ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। তাবাসসুম “তাবু” হাশমী ১৯৮২ সালে বাজার ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেন এবং পরবর্তীতে চৌদ্দ বছর বয়সে হাম নওজয়ান (১৯৮৫) ছবিতে অভিনয় করেন।

উক্ত ছবিতে তিনি দেব আনন্দের কন্যার চরিত্রে অভিনয় করেন।অভিনেত্রী হিসেবে তার প্রথম চলচ্চিত্র ছিল ভেঙ্কটেশের সঙ্গে তেলুগু ভাষায় কুলি নম্বর ওয়ান। তিনি হলিউড ছায়াছবিতেও অভিনয় করেছেন। তিনি দু’বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং রেকর্ড সংখ্যক চারটি সমালোচক পুরস্কারসহ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১১ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।

তাবু মাচিস (১৯৯৬), কালাপানি (১৯৯৬), কধল দেসম (১৯৯৬), বিরাসত (১৯৯৭), হু তু তু (১৯৯৯), কান্দুকোন্দাইন কান্দুকোন্দাইন (২০০০), অস্তিত্ব (২০০০), চাঁদনী বার (২০০১), মকবুল (২০০৩), চিনি কম (২০০৭), হায়দার (২০১৪), দৃশ্যম (২০১৫), এবং আন্ধাধুন (২০১৮) চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হন। তিনি কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্রে পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছেন, তন্মধ্যে রয়েছে কুলি নাম্বার ওয়ান (১৯৯১), বিজয়পথ (১৯৯৪), হকীকত (১৯৯৫), নিন্নে পেল্লাদাতা (১৯৯৬), জিৎ (১৯৯৬), সজন চলে সসুরাল (১৯৯৬), বর্ডার (১৯৯৭), চাচী ৪২০ (১৯৯৭), বিবি নাম্বার ওয়ান (১৯৯৯), হাম সাথ-সাথ হ্যাঁয় (১৯৯৯), হেরা ফেরি (২০০০), ফনা (২০০৬), জয় হো (২০১৪) ও গোলমাল অ্যাগেইন (২০১৭)। আন্তর্জাতিক অঙ্গনে তার কাজের মধ্যে রয়েছে নাট্যধর্মী দ্য নেমসেক (২০০৭) চলচ্চিত্রে মিরা নায়ার এবং অ্যাং লি’র ব্যবসাসফল রোমাঞ্চকর চলচ্চিত্র লাইফ অব পাই (২০১২)।

২০১৯ সালে তাবু আকিব আলীর প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র দে দে প্যায়ার দে-এ অজয় দেবগন ও রাকুল প্রীত সিঙের সাথে এবং আলী আব্বাস জাফরের থ্রিলার চলচ্চিত্র ভারত-এ সালমান খান ও ক্যাটরিনা কাইফের সাথে অভিনয় করেন। সেপ্টেম্বর মাসে তিনি প্রায় এক দশক পরে ত্রিবিক্রম শ্রীনিবাস ও অল্লু অর্জুনের সাথে আলা ভাইকুন্টাপুরামলো দিয়ে তেলুগু চলচ্চিত্রে ফিরে আসেন।এছাড়া তিনি পারিবারিক বিনোদন প্রদানকারী জওয়ানি জানেমন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। এতে তিনি প্রায় ২০ বছর পর সাইফ আলি খানের সাথে অভিনয় করছেন।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ