স্ট্রোক করে জীবন-মৃত্যুর সঙ্গে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৪/১১/২০২২, ৫:২৬ অপরাহ্ণ / ৯৩
স্ট্রোক করে জীবন-মৃত্যুর সঙ্গে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অভিনয়ে করছিলেন। তবে এবার স্ট্রোক করে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এই অভিনেত্রী।

জানা গেছে, গত মঙ্গলবার (১ নভেম্বর) রাতে স্ট্রোক করেন ঐন্দ্রিলা। এতে তার মাথায় রক্ত জমাট বেঁধে যায়। বর্তমানে তিনি কোমায় আছেন। তার অবস্থা আশঙ্কাজনক। কলকাতার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে এই অভিনেত্রীর চিকিৎসা চলছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (২ নভেম্বর) ঐন্দ্রিলার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে ৪৮ ঘণ্টা না কাটলে কিছুই বলা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন, ঐন্দ্রিলার শরীরের একপাশ পুরোপুরি অসাড়। বাঁ হাত সামান্য নাড়াচাড়া করতে পারছেন; তা ছাড়া শুধু চোখ নড়ছে। তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তবে আশা ছাড়ছেন না তারা।

উল্লেখ্য, দুবার দুরারোগ্য ক্যানসারকে হারিয়ে অভিনয় দুনিয়ায় আবার ফিরে ভালোই কাজ করছিলেন ঐন্দ্রিলা। একটি ওয়েব সিরিজে শুটিং করার জন্য কয়েক দিনের মধ্যেই তার গোয়া যাওয়ার কথা ছিল। কিন্তু আকস্মিক এই অসুস্থতায় তার সব শুটিংই এখন বন্ধ। সবাই এখন তার সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় রয়েছে।

পত্রিকা একাত্তর/ মাসুদ পারভেজ