ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবার আসছেন পুলিশ অফিসারের ভূমিকায় ‘শের খান’ হয়ে। শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এবং নির্মাতা সানীর প্রোডাকশস হাউস কপ ক্রিয়েশন-এর যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করা হবে।”শের খান” সিনেমাটি পরিচালনা করবেন সানী সানোয়ার।
জানাগেছে,”শের খান” সিনেমায় চৌকস পুলিশ অফিসারের চরিত্রে শাকিব খানকে দেখা যাবে।
(০৩ নভেম্বর) বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নির্মাতা সানী সারোয়ারের সাথে চুক্তি সাক্ষরের একটি ছবি প্রকাশ করেছেন ঢালিউড কিং শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে এবং ক্যাপশনে তিনি লিখেছেন, শের খান’ লোডিং।
শাকিব খানের বিপরীতে নায়িকা হিসাবে কাকে দেখা যাবে, তা এখনও জানা যায় নি।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ