ডাক্তার পরীক্ষা করে বলেন, অহনার পেটে যমজ বাচ্চা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ০৩/১১/২০২২, ১২:১৯ পূর্বাহ্ণ / ১০৬
ডাক্তার পরীক্ষা করে বলেন, অহনার পেটে যমজ বাচ্চা

শামীম হাসান সরকার ও অহনা দুজন দুজনকে ভালোবাসে। হঠাৎ অহনা অসুস্থ হয়ে পড়লে শামীম হাসান তাকে নিয়ে যায় এক গাইনী ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করে বলেন, জমজ বাচ্চার মা হবেন অহনা। কিন্তু বিষয়টি অহনা মানতে নারাজ এই অভিনেত্রী।

এরপর থেকেই অহনার ব্যক্তি জীবনে নেমে আসে ঝড়। এমন কথা শুনে ভালোবাসার মানুষটিও দূরে চলে যাচ্ছে কিন্তু অহনা কাউকেই বোঝাতে পারছেন না, তিনি গর্ভবতী নন। এমন ক্রাইসিসের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসিয়া গেলাম ফাসিয়া’।

এটি নির্মাণ করেছেন মহিন খান। পরিচালক বলেন, মূলত হাস্যরসে ভরপুর নাটকটি । তবে এতে সামাজিক কিছু মেসেজও রয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। বৃহস্পতিবার রাত ১০টায় বৈশাখী টেলিভিশনে প্রচার করা হবে নাটকটি। নাটকটিতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, অহনা, রকি খান, রত্না খান প্রমুখ।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ