সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা ‘বীরত্ব’। এ ছবি দিয়ে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র রানারআপ নিশাত নাওয়ার সালওয়ারের। তার সঙ্গে জুটি বেঁধেছেন ঢাকাই সিনেমার অভিনেতা মামনুন হাসান ইমন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ৩৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বীরত্ব
‘বীরত্ব’তে রাজু নামে এক চিকিৎসকের চরিত্রে অভিনয় করছেন ইমন। তার বিপরীতে সালওয়াকেও দেখা যাবে একই চরিত্রে। সিনেমায় মফস্বল শহরের নানা বিষয়, একটি যৌনপল্লী, সেখানকার মানুষের জীবনসহ নানা সামাজিক ইস্যু উঠে আসবে।
পিং পং এন্টারটেইনমেন্ট প্রযোজিত এবং তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, জেসমিন, মুনিরা মিঠু, বড়দা মিঠু, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার এবং শিশুশিল্পী মুনতাহা।
দেশর যেসব সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বীরত্ব’
ঢাকার ভেতরে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিংমল ও সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস, আনন্দ, লায়ন সিনেমাস, চিত্রামহল, গীত, বিজিবি, সৈনিক ক্লাব ও চাঁদমহল।
ঢাকার বাইরে সিলভারস্ক্রীন (চট্টগ্রাম), চন্দ্রীমা (সাভার), ঝুমুর (জয়দেবপুর), নিউ গুলশান (জিঞ্জিরা), মমতা (মাধবদী), শাপলা (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), সাধনা (রাজবাড়ী), বনলতা (ফরিদপুর), রূপকথা (শেরপুর), তিতাস (পটুয়াখালী), বিজিবি (সিলেট), সুগন্ধা (চট্টগ্রাম), ময়ূরী (বাঘ আঁচড়া), রাজ (কুলিয়ারচর), চিত্রালী (খুলনা), রাজিয়া (নাগরপুর), মালঞ্চ (টাংগাইল), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), শঙ্খ (খুলনা), রূপকথা (পাবনা) ও সংগীতা (সাতক্ষীরা)
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ