patrika71 Logo
ঢাকাবুধবার , ১৭ নভেম্বর ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইভেন্ট
 9. ইসলাম
 10. কবিতা
 11. করোনাভাইরাস
 12. কৃষি
 13. খেলাধুলা
 14. চাকরী
 15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশব্যপী ১৯ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমা “হৃদয়ের আঙ্গিনায়” 

পত্রিকা একাত্তর ডেস্ক
নভেম্বর ১৭, ২০২১ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ad

আগামী ১৯ নভেম্বর শুক্রবার সারাদেশব্যপী ১৫টি পেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা “হৃদয়ের আঙ্গিনায়”। গঙ্গা মাল্টিমিডিয়ার প্রথম অবদান,মুন হিমু নিবেদিত এবং বাবু হরিদাস সাহা পংকজ প্রযোজিত সিনেমা “হৃদয়ের আঙ্গিনায়”। সিনেমাটি পরিচালনা করেছেন মো আব্দুল কাসেম মন্ডল ।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত তানভীর হাসিফ(নায়ক) ও জান্নাত (নায়িকা) এবং কাজী হায়াৎ । এছাড়াও অভিনয় করেছেন বড়দা মিঠু, দুলারী, রেবেকা, ইশরাত জাহান, চিকন আলী, সরল হাসমত এবং সাঙ্কু পাঞ্জা সহ আরো অনেকে।

আরো পড়ুনঃ  ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বুবলি'র সতর্কবার্তা

সিনেমা সম্পর্কে জানতে চাইলে সিনেমাটির পরিচালক আমাদের জানান,অনেক সুন্দর একটি গল্প “হৃদয়ের আঙ্গিনায়” নিয়ে কাজ করলাম । সিনেমার সকল অভিনেতা অভিনেত্রী ,কলাকৌশলী সকলেই অনেক সুন্দর কাজ করেছেন । আশা করছি সিনেমাটি দর্শকদের অনেক ভালো লাগবে , সকলকে হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য আমন্ত্রন রইলো ।

নয়ন কুমার বর্মন: বিনোদন প্রতিবেদক।