ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে বিয়ে করতে চেয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন কলকাতার অভিনেতা। সেখানে নিজের প্রেমের কথা বলতে গিয়ে তিনি জানান, সম্প্রতি এক বাংলাদেশির প্রেমে পড়েছেন। এতদিন ধরে অনেকের বউ হবেন বলে মজা করলেও এবার সিরিয়াসলি একজনের প্রেমে পড়েছেন।
বাংলাদেশের কোনো সেলিব্রিটি তার ক্রাশ আছে কি না, এ বিষয়ে জানতে চাওয়া হলে স্যান্ডি বলেন, আছে মানে অবশ্যই শাকিব খান। ৩ নম্বর বউ আমিই হব। এর আগে অনেকবার মজা করে হিরো আলম কিংবা অন্যান্যদের নিয়ে যা বলেছি তা মজা করেই বলেছি। পুরো বাংলাদেশের সব মেয়েদেরই ক্রাশ শাকিব খান। সেই অর্থে আমি ৩ নম্বর বউ হতে চাই শাকিব খানের। যদি সে আজকেই বিয়ে করতে রাজি থাকে তাহলে আজকেই বিয়ে করব শাকিব খানকে।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ