বাংলাদেশি-আমেরিকান মডেল জেরিন সাদিয়া সোহা বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সোহার অভিযাত্রা শুরু ২০১৭ সালে। সে সময় তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়তেন।
জানা গেছে, গত ৩ বছর ধরে পড়াশোনার কারণে যুক্তরাষ্ট্রে রয়েছেন সোহা। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্যাশন হাউজের সঙ্গে মডেল হিসেবে যুক্ত রয়েছেন।
এর আগে, বাংলাদেশের নানা নামিদামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন সোহা। তিনি বলেন, দেশে থাকাকালীন সময়ে অনেক ব্র্যান্ডের সঙ্গে কাজ করা হয়েছে।
বর্তমানে লসঅ্যাঞ্জেলেসে মডেল হিসেবে কাজ করছেন। ২৫ সেপ্টেম্বর ২০২৩-এ শুরু হতে যাওয়া প্যারিস ফ্যাশন উইকের রানওয়ে মাতাবেন তিনি।
সোহা জানান, প্রতিভাবান ডিজাইনার হেরিটেজ ইন্ডিয়া ফ্যাশন এবং ক্রিস্টাল অ্যানের জন্য ক্যাটওয়াক করবেন তিনি। সাউন্ডপেস থেকে ওমর চৌধুরী আয়োজিত শোতে।
প্যারিসের জন্য প্রস্তুতি প্রসঙ্গে সোহা জানান, দুই সপ্তাহ রিহার্সেল হয়েছে। বেশ বড়সড় একটি দল যাচ্ছে। আমাদের সঙ্গে স্টাইলিশ ও মেকআপ আর্টিস্ট যাচ্ছেন নিউইয়র্ক থেকে।
প্যারিসে যাচ্ছেন বলে তিনি নিউইয়র্কে যাননি এবার। এ বছর প্যারিসের অভিজ্ঞতা ভবিষ্যতে তাঁকে অনেক কাজের সুযোগ করে দেবে বলে আশাবাদী সোহা। এ জন্য পরিকল্পনায় আছে আগামী বছর প্যারিস আর নিউইয়র্ক ছাড়াও লন্ডন ও মিলান ফ্যাশন উইকে অংশ নেওয়ার।
সোহা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। কিস বিউটি, ফাস্ট শ্যাম্পু , ডার্মালোজিকা-সহ আরও অনেক কিছুর মডেল ছিলেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ