ডিবি কার্যালয়ে গিয়ে ডিবির প্রধান ও পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের সাথে দুপুরের খাবার খেলেন আলোচিত ইউটিউবার হিরো আলম ওরফে আশরাফুল আলম।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে হিরো আলম খাবার খেয়েছেন। এর একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যসহ নানা মাধ্যমে। এতে প্লেটে ভাত নিয়ে খেতে দেখা যাচ্ছে হিরো আলমকে। বড় টেবিলে তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন।
ভিডিওতে হিরো আলমকে বলতে দেখা গেছে, এটা ঠিক না। দুরকম খাবার দিচ্ছেন, ঠিক নাকি? অপু আসলে অনেক খাবার দিছেন, নেতা আসলে অনেক কিছু খেতে দিছেন। আমাদের খালি আলু ভর্তা, ডাল, ভাজি দিছেন। এ সময় হিরো আলমের সঙ্গীরা তার কথায় সায় জানান।
হিরো আলম গণমাধ্যমকে বলেন, আমাকে অজ্ঞাত নম্বর থেকে কল করে আট লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদার টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার শঙ্কা বিবেচনায় গতরাতেই (১২ সেপ্টেম্বর) ডিএমপির হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি।
কিন্তু হুমকিদাতা গ্রেফতার হয়নি। এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি হাতিরঝিল থানা পুলিশ। আমি কয়েকবার ফোন করলেও তারা আমার ফোন ধরেনি। তাই বিষয়টি জানাতে ডিবি কার্যালয়ে এসেছি ডিবিপ্রধান হারুন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। আমার দাবি হলো, এ অভিযোগ ডিবি তদন্ত করুক।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ