মালয়ালম টেলিভিশন এবং ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী অপর্ণা নায়ার। তিরুবনন্তপুরমে তাঁর নিজ বাসভবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু ঘিরে চাঞ্চল্য মালয়ালি ইন্ডাস্ট্রিতে। বৃহস্পতিবার তিরুবনন্তপুরমের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় অপর্ণাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ৩১ বছর বয়সী অপর্ণার অস্বাভাবিক মৃত্যুর খবর হাসপাতালে থেকে পায় স্থানীয় পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে কারামানা পুলিশ। মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
অপর্ণা নায়ারের মৃত্যুর মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ মৃতার আত্মীয়স্বজন এবং পরিবারের কাছ থেকে বিবৃতি রেকর্ড করা হচ্ছে । অপর্ণা নায়ার তাঁর স্বামী সঞ্জিত এবং দুই মেয়ে থ্রায়া ও কৃত্তিকাকে রেখে গিয়েছেন।
২০০৫ সালে মায়োখাম দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে অপর্ণা নায়ারের। এর পরে তিনি অনেক চলচ্চিত্র এবং টেলিভিশন শোতে অভিনয় করেছেন।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ