ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। শুক্রবার (১৮ আগস্ট) বিকালে নিজেই জানলেন চিকিৎসা শেষে দেশে ফিরছেন এ অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেন, আলহামদুলিল্লাহ সুস্থ হইয়ে ঢাকায় ফিরতেছি, ভালো আছি আপনাদের দোয়ায়।
এর আগে, গত ৯ আগস্ট রুটিন চেকআপ জন্যই সিঙ্গাপুর গেয়েছেন তিনি। এ বছরে ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে বাঁ চোখে অপারেশন হয় ডিপজলের।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ