বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ দীর্ঘ বিরতি কাটিয়ে আকাশ আমিন পরিচালিত নতুন একটি বিজ্ঞাপনের শুটিং করে ফিরেছেন তিনি। চায়ের এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে হয়েছে।
নিপুণ জানান, বিজ্ঞাপনটির কনসেপ্ট পছন্দ হওয়ায় তিনি শিডিউল দিয়েছিলেন। শুটিংও শেষ হয়েছে।
নিপুণ আরোও জানিয়েছেন, সমিতি ও সিনেমার শুটিংয়ে ব্যস্ততার থকায় নিজের ব্যবসায় মনোযোগ দিতে পারছিলেন না। তবে এখন তিনি ব্যবসায় খানিকটা মনোযোগ দিতে শুরু করেছেন। তার মাঝেই আসে নতুন বিজ্ঞাপনের প্রস্তাবটি।
নিপুণ অভিনীত সবশেষ মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘ভাগ্য’। চলতি বছরের শুরুতে সিনেমাটি মুক্তি পায়।
পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ